উল্লাপাড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উন্নত মানের শিক্ষা নিশ্চিতকরণ ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ে “মা সমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগষ্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কবিরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সদস্য সচিব গণেশ চন্দ্র দত্ত।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যক মোঃ সেলিম রেজা, পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রমজান আলী প্রমূখ। সমাবেশে শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
এসময় স্কুলের সভাপতি কবিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও শিক্ষাগত উন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। এ ধরনের সমাবেশ শিক্ষক-অভিভাবকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হবে। তিনি আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে যাতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও মজবুত হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।