মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মোরাদ হোসেন তালুকদারের সাংবাদিক সম্মেলন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো: মোরাদ হোসেন তালুকদার।

শনিবার (০২ আগস্ট)  সন্ধ্যা ৬ টায় আলফাডাঙ্গায় ডাকবাংলোয় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এক লিখিত বক্তব্যে মো: মোরাদ হোসেন তালুকদার বলেন,  ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একটি স্বার্থন্বেষী কুচক্রী মহল আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম  সোসাল মিডিয়ায় মিথ্যা, ভিত্তিহীন ও  বানোয়াট অপপ্রচারের করে সংবাদ পরিবেশন করে আমার কে সামাজিক ও পারিবারিক ভাবে হেয়প্রতিপন্ন করেছে   পাশাপাশি কলেজের সম্মান ক্ষুণ্ণ করেছেন।তিনি সংবাদ সম্মেলন এর মাধ্যেমে ভিত্তিহীন বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়েছেন।

সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ করেন গত ক’য়েক মাস ধরে khonodokar Abulllah, Md: Anurl, ফরিদপুর থেকে আমার নামে কাল্পনিক ছাত্রি সাজিয়ে বিভিন্ন আপত্তিকর চ্যাটিং এবং বিভিন্ন আজেবাজে আপত্তি কর ছবি  আমার ছবির ছাথে বিভিন্ন নারীর নোংরা ছবি লাগিয়ে দিয়ে সোস্যাল মিডিয়ায় প্রচার করে আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন  করা হচ্ছে। শুধু তাই না আলফাডাঙ্গা সরকারি ডিগ্র কলেজের অন্যান্য শিক্ষকের বিরুদ্ধে হয়রানি মূলক বার্তা  উল্লেখ করে আগামীতে সোস্যাল মিডিয়ায় ছাপা হবে মর্মে হুমকি প্রদান করছে।

এই ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাদের মাধ্যমে এই কাল্পনিক মিথ্য ও বানোয়াট ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানাচ্ছি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তিনি আইনের আশ্রয় গ্রহন করেছেন বলে জানান।

তিনি আরও বলেন,আমি  আপনাদের সংবাদ কর্মীদের মাধ্যেমে আমার বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় এই কাল্পনিক মিথ্যা বানোয়াট অপপ্রচারের বিষয় টি  সংবাদ পত্রের মাধ্যমে প্রকাশ করে সত্য ঘটনাটি তুলে করার  অনুরোধ জানান। যে বা যারা এই ঘটনা প্রকাশের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রযুক্তির মাধ্যমে তাদেরকে খুৃঁজে বের করে তথ্য আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তিনি।

এই জাতীয় ঘটনার সাথে আমি বা আমার অন্যকোনও শিক্ষক জড়িত ছিল না, এখনো কেউ জড়িত নেই বলে তিনি উল্লেখ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়