মাইলস্টোন ট্র্যাজেডি” আলফাডাঙ্গায় রাইসা মনি’র কবরে গার্ড অব অনারের মাধ্যমে সম্মাননা প্রদান করেন বিমান বাহিনী
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি’র (৯ ) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে গিয়ে আত্মার মাগফেরাত কামনা চেয়ে কবর জিয়ারত করা হয়। একই সাথে রাইসা মনি’র সম্মানার্থে শ্রদ্ধা নিবেদন করে গার্ড অব অনার (সম্মাননা) প্রদান সহ পুষ্পস্তবক অর্পণ করেন বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে বিমান বাহিনীর একটি চৌকচ টিমের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
শনিবার (২ আগস্ট) দুপুরে যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার জিহাদ এর নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত রাইসা মনি’র গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে আসেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা নিহত রাইসা মনি’র বাড়িতে যায় ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে রাইসা মনি’র কবরে গার্ড অব অনারের মাধ্যমে সম্মাননা প্রদান করেন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করেন বিমান বাহিনীর প্রতিনিধি দলের চৌকস টিম।
এর পূর্বে বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জোহর নামাজের পর সেখানে রাইসা মনি’র আত্মার মাগফেরাত কামনার্থে বিশেষ এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বিমান বাহিনীর প্রতিনিধি দলের প্রধান স্কোয়াড্রন লিডার জিহাদ বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি দলের নেতৃত্ব হিসেবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি’র কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের গ্রামের বাড়িতে আসেন। এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করা হয়। তিনি আরো বলেন,উপজেলা প্রশাসন রাইসা মনি’র পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম রায়হানূর রহমান, ওসি মো: শাহা জালাল আলম, বিএনপি নেতা কাইয়ুম শিকদার, জেলা ও উপজেলায় থেকে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য :গত ২১ জুন তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় রাইসা মনি’র নামে ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার এ শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার চারদিন পর শুক্রবার (২৫ জুন) সকাল ৯টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।