শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জের শাহাজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার (২৭ জুলাই) সকালে শত শত শিক্ষার্থী রাস্তায় বসে পড়েন এবং মুহুর্মুহু শ্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে – “ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস”, “সবার ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত” “এক দুই তিন চার, রেজওয়ানা গদি ছাড়”, “যার কথার দাম নেই, সেই উপদেষ্টার দরকার নাই” স্লোগান দেন। অবরোধের ফলে ঢাকা ও পাবনাগামী উভয়মুখী যানবাহন আটকে যায়। ধীরে ধীরে যানজট তীব্র আকার ধারণ করে এবং রাস্তার দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়। এতে বিপাকে পড়েছে যাত্রী ও চালকেরা।

 এর আগে গত শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন। অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে অবস্থান নিয়ে তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে নানা শ্লোগান দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। ২৫ জুলাই প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

২৪ জুলাই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় দিবস বয়কটসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত, গত ১৬ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে এসে বলেন, “এই দাবি যৌক্তিক, তবে বাংলাদেশে কিছু পেতে হলে দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়