প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি


মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি এবং দৈনিক কালবেলা ও বিজয় টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে তীব্র কোমর ব্যথা অনুভব করলে তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কোমর ব্যথা ও গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন। হঠাৎ ব্যথা বেড়ে গেলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তার অসুস্থতার খবর শুনে প্রেসক্লাব গোপালগঞ্জসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা খোঁজখবর নিচ্ছেন এবং সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও গোপালগঞ্জবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।