বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁর ধামুইরহাট থানায় রক্ষিত এইচএসসি প্রশপত্র ফাঁস: ওসিসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামুইরহাট থানায় ট্রাংকে রক্ষিত থাকা এইচএসি প্রশপত্র ফাঁস হওয়া বা ট্রাংকের তালা খােলা অবস্থায় পাওয়ার ঘটনায় ওই থানার অফিসার্স ইনচার্জ(ওসি)সহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন, ধামুইরহাট থানার অফিসার্স ইনচার্জ(ওসি) আব্দুর মালেক, সদস্য(কনস্টেবল) রেজুয়ানুর রহমান, মেহদী হাসন ও আতিকুর রহমান।

রােববার(২২জুন) বিকেল নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) শরিফুল ইসলাম দৈনিক বায়ান্নকে এ তথ্য জানান। এর আগে ওই থানার উপপরিদর্শক(এসআই) জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবাল হাসনকে প্রত্যাহার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান,আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন পত্র  কয়েকটি ট্রাংককে নওগাঁর ধামুইরহাট থানায় রক্ষিত রাখা হয়। প্রশ্নপত্রের ট্রাংকগুলাে থানার মালখানা ঘরে রাখার কথা ছিল। কি মালখানার জায়গা সংকটের কারণে প্রশ্নপত্র একটি ট্রাংক হাজতখানার ঘরে রাখা হয়। ঘটনার দিন গত মঙ্গলবার ওই হাজতখানায় একজন মাদক মামলার আসামী রাখা হয়। গভীর রাতে ওই আসামী হাতের নখের দ্বারা প্রাংকর সিলগালা তুলে ট্রাংকের ভেতরের প্যাকেটবন্ধ প্রশ্নপত্রগুলাে খুলে ফেলেন। 

প্রশ্নপত্রগুলাে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে ও কয়েকটি প্রশ্নপত্র ছিড়ে ফেলে। পরেরদিন সকালে বিষয়টি জানাজানি হলে ওইদিনই ওই হাজতখানার দায়িত্বে থাকা ওই থানা পুলিশ উপপরিদর্শক জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবাল হাসানকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে নেওয়া হয়। দায়িত্ব অবহেলার কারণে আজ ধামুইরহাট থানার অফিসার্স ইনচার্জ(ওসি)সহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ওই থানার ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলাে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়