আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ১৯ জুলাই ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে চারটি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
রবিবার ( ২২জুন) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাজার বণিক সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এসএম খোশবুর রহমান খোকন এবং সদস্য সচিব হারুন অর রশিদসহ অন্যান্য সদস্য—প্রকাশ কুন্ডু, মিরাজ হোসেন, নিত্য গোপাল কুণ্ড, আরিফুর রহমান বাচ্চু ও শহীদ বিশ্বাস চারটি গুরুত্বপূর্ণ পদে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
সভাপতি পদে সৈয়দ মিজানুর রহমান (ছাতা)) আবুল বাশার শেখ (চেয়ার)আব্দুস সালাম শেখ ( গরুর গাড়ি) মো.সিরাজুল ইসলাম সোজা(চশমা) প্রতীক পেয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মো: মোস্তাফিজুর রহমান রাসেল (গোলাপফুল), মো: ইস্রাফিল মোল্লা ( আনারস) ও সৈয়দ আরিফুজ্জামান লিপু ( আম) প্রতীক পেয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো: ইয়ার আলী ( মোটরসাইকেল) ও মো.মনিরুল ইসলাম (রিক্সা) প্রতীক নিয়ে এবং কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম দাউদ (ফুটবল) ও মো.বায়েজিদ মোল্লা (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন। আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার খোশবুর রহমান খোকন বলেন , এ নির্বাচনে চারটি পদে বৈধ ১১জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে ।
প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য: আগামী ২৬ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে বলে জানা যায়। যদি কোন প্রার্থী নির্বাচন করতে না চান সে ক্ষেত্রে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।