মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাটুরিয়ায় গরুর হাটে অতিরিক্ত হাসিল বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের উপজেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় বন্ধে হরগজ এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়। রবিবার সকালে হরগজ বাজারে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,হরগজ বাজারের ব্যবসায়ী বেল্লাল হোসেন, হরগজ গ্রামের এ্যাড.হাবিবুর রহমান হাবিব, হরগজ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদুল ইসলাম,স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলামসহ আরো অনেকে।

প্রতিবাদ মিছিলে বক্তারা জানান, হরগজ এর এই হাটটি ১৯৭৩ সাল থেকে শুরু হয় ঐতিহ্যবাহী এই হাটের ব্যপক সুনাম রয়েছেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে হাটে গরু ক্রেতা ও বিক্রেতা আসেন। তবে দীর্ঘদিন ধরে অতিরিক্ত হাসিল আদায় করে বন্ধ হওয়ার অতিক্রম। অতিরিক্ত হাসিল আদায় করলে হাটের ক্রেতা বিক্রেতার সমাগম কমে যাবে এক সময় হাত বন্ধ হয়ে যাবে তাই অতিরিক্ত হাসিল বন্ধ করে হাটের ঐতিয্য রক্ষা অতিরিক্ত হাসিল বন্ধ করে নতুন করে ১৫০ টাকা করে হাসিল নির্ধারণ করে কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

এ সময় বক্তারা বলেন এই হাটের হাসিল আগে ২০০ টাকা ছিল কিন্তু গত কয়েক মাস ধরে ৩০০ টাকা করা হয়েছে এমনকি ঈদের সময় ৫০০/- টাকা করা হয় বর্তমানে ৩০০ টাকা রয়েছে। তবে হাসিল ১৫০/- টাকা করা হলে ক্রেতা এবং বিক্রেতাদের জন্য অনেক সুবিধা হবে এবং ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবে বলে মনে করেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়