গাইবান্ধায় ভিন্ন আমেজে মধ্যপ্রাচ্যর সাথে মিল রেখে ঈদুল আযহা উদযাপন


গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে ঈদ এসেছে একটু ভিন্ন রঙে—মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ (শুক্রবার) পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা।
উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের ৪০ টি পরিবারের অর্ধশতাধিক ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজ আদায় ও কোরবানি সম্পন্ন করেছেন। সকাল সাড়ে ৭ টায় তারা কৃষ্ণপুর গ্রামের মাওলানা সাইফুল ইসলামের ঈমামতিতে ঈদের জামাত স্থানীয় ঈদগাহ মাঠে আদায় করেন। নামাজ শেষে করা হয় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও মঙ্গল কামনায় দোয়া।
এরপর ধারালো ছুরি আর তাকওয়ার স্পর্শে পশু কোরবানি দেওয়া হয়। স্থানীয় আহলে হাদিস সম্প্রদায়ের অনুসারীরা মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে পুরুষ ও নারী মুসল্লি একসাথে ঈদের জামাতে অংশগ্রহণ করেন। তাদের বিশ্বাস, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী একই দিনে ঈদ পালন করলে তা আরও পূর্ণতা পায়।
এ বিষয়ে মুসল্লি শাহ জালাল বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এই পথে হাঁটছি। সৌদিতে যখন ঈদ হয়, আমরা তখনই পালন করি। এতে আত্মার প্রশান্তি পাই।” স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান জানান , ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখে এ ঈদ উদযাপন করে থাকে তারা। শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে জামাত ও কোরবানি।
প্রতি বছরের মতো এবারও সাদুল্লাপুরে ঈদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন এনেছে নতুন মাত্রা, প্রমাণ করেছে—ঈদ মানেই শুধু উৎসব নয়, এটি বিশ্বাস, ভালোবাসা ও ঐক্যের এক মহা অনুরণন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।