বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংকের মাধ্যমে বুধবার দুপুরে বিরিশিরি ডন বস্কো কলেজ এই কার্যক্রমের সূচনা হয়।

এই চুক্তিপত্রের মাধ্যমে কলেজটির সাথে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমের শুরু করে সোনালী ব্যাংক। এই কার্যক্রমের আওতায় আসবে প্রতিষ্ঠানটি ১১শ শিক্ষার্থী। 

এই চুক্তিপত্রের মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসি এর সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) এর মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ অন্যান্য আর্থিক কার্যক্রম সরাসরি ব্যাংকে না গিয়ে স্মার্টফোন ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই করা যাবে জানান ব্যাংক কর্তৃপক্ষ।

ডন বস্কো কলেজ এসডিবি কলেজ কো-অর্ডিনেটর ফাদার ভিক্টর মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ নুরুল ইসলাম, ডন বস্কো স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষ রুমন রাংসা, দুর্গাপুর সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার শাহজালাল মিয়া, সেবা শিক্ষা ডটকম বিভাগীয় নির্বাহী অফিসার ওয়ারি স্রং। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়