নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপী দুদকের অভিযান


নেত্রকোনা প্রতিনিধি: বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে ময়মনসিংহ অঞ্চলের দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(৭ মে) দুপুরে কুরপাড় জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে গ্রাহকদের করা বেশ কিছু অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
একসময় ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন মোটরযান লাইসেন্সের নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তদন্তের স্বার্থে বেশ কিছু নথিপত্র নিয়ে জব্দ করে দুদক টিম। পরে বিআরটি এর সামনে মহুয়া ও গাজী কম্পিউটার নামে দুটি দোকানে সতর্কতামূলক বার্তা দেন দুদক কর্মকর্তারা।এছাড়া ফোনের মাধ্যমে বিআরটিএ দেখে সুবিধাভোগী অনেকজনের সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।
এ ব্যাপারে দুদকের সহকারি পরিচালক বুলু মিয়া জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে বিআরটিএ কার্যালয় নেত্রকোনায় অভিযান পরিচালিত হয়েছে। কিছু নথি জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
তবে নেত্রকোনা বিআরটি এর কর্মকর্তা রুহুল আমিন জানান, নেত্রকোনায় বিআরটিএ তে কোন রকম অনিয়ম ও ব্যবস্থাপনা নেই। সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।