মাদারীপুর হার পাওয়ার প্রকল্পের স্থানীয় সমাবেশ ও ল্যাপটপ বিতরণ


মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা প্রশাসক এর আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আজ ৭ মে সকাল ১১–১৫ মিনিটের সময় মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ ফাতিমা আজরিন তন্বী এর সভাপতিত্বে হার পাওয়ার প্রকল্পের স্থানীয় সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাজৈর উপজেলার ৮০ জন শিক্ষার্থী ৬ মাসব্যাপী তিন ক্যাটাগরিতে প্রশিক্ষণ গ্রহণ করে। মাদারীপুর জেলা প্রশাসক এর আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার, মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ ফাতিমা আজরিন তন্নী, প্রকল্প তথ্য উপস্থাপনা করেন ফারহানা শওকত কনসালটেন্ট হার পাওয়ার প্রকল্প, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাজনিন আফরোজ, যুব উন্নয়ন উপপরিচালক মোছাঃ মনোয়ারা বেগম, প্রশিক্ষণার্থী মোছাঃ পাপিয়া সুলতানা মুনমুন। বক্তব্য শেষে ৮০ জন প্রশিক্ষণার্থীর হাতে একটি করে ল্যাপটপ প্রদান করে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।