সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নালিতাবাড়ীতে স্কলারশিপ পাওয়ায় মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান 

আমানুল্লাহ আসিফ,শেরপুর প্রতিনিধি: চীনের হারবিন ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম ভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ পাওয়ায় ‘ফারহান ইশরাক কাইফ’ নামে এক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাব। গতকাল রোববার উপজেলা হলরুম মেঘমালায় তাকে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য, ও বিআরডিবি চেয়ারম্যান এমএ রায়হান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রবিউল আলম।

এছাড়াও ল্যাঙ্গুয়েজ ক্লাবের সিনিয়র শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী ফারহান ইশরাক কাইফ, শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রুমান, ইউসুফ হাসান নাঈম, প্রথমা সাহা, শাহিন আলম প্রমুখ।

এসময় বক্তারা ফারহান ইশরাক কাইফের সুন্দর আগামীর জন্য শুভকামনা জানিয়ে তাকে নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, প্রথম প্রহর প্রতিনিধি সারোয়ার হোসাইনসহ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়