সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঝালকাঠির সুগন্ধা নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে মোসলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) সকাল ৮টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। নিহত মোসলেউদ্দিন ভোলা জেলার লালমোহনের ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল করিম মোল্লা। পেশাগত কারণে তিনি ঝালকাঠি শহরে অবস্থান করছিলেন।

জানা গেছে, সকালে শহরের কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার সময় পা পিছলে মোসলেউদ্দিন নদীতে পড়ে যান। মুহূর্তেই তিনি নিখোঁজ হন।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামে। তবে ডুবুরি না থাকায় বরিশাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল আনা হয়। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর সকাল ৯টা ৪০ মিনিটে পুলিশ লাইনের সামনে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এদিকে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়