রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন

নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলার সারপুকুর এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারন মানুষ। সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগী লোকজন জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চৌকিদার রফিকুল তার ভাড়া করা লোকজন দিয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খারুভাঁজ এলাকায় দির্ঘদিন থেকে মাদক কারবারি, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। তার এহন কার্যকলাপে কেউ প্রতিবাদ করলে এলাকার সাধারন লোকজন মাদক কারবারি রফিকুলের ভাড়া করা সন্ত্রাসী রুবেল, সুমনসহ বেশ কিছু সন্ত্রাসী তাদের প্রতিহত করতে প্রকাশ্যে তাদের ধরে নিয়ে এসে মারপিটসহ হত্যার ভয়ভীতি দেখায়। প্রতিবাদি স্কুল কলেজের শিক্ষার্থীরাও এদের হাত থেকে রক্ষা পায় না। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে ওই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। এরই প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববনন্ধন করেছে। তারা এলাকার মাদক কারবারি রফিকুলসহ সকল সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন বরাবর স্বারকলিপি প্রদান করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়