সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাধবপুরে অসহায় কৃষকের ধান কেটে দিয়ে প্রশংসায় ভাসছেন আনসার ও ভিডিপির সদস্যরা

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ধান কাটার শ্রমিকের মজুরি বেশি অন্য দিকে শ্রমিক সংকট। পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন কৃষকরা। এসব সমস্যার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাকা ধান কেটে দিয়েছেন স্থানীয় ও হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা।

রোববার (৪ মে) সকালে উপজেলার জগদীশপুর ইউ/পি’র চারাভাঙ্গায় ফসলী মাঠে হবিগঞ্জ জেলা কমান্ডেন্ট হোসনে আরা হাসির নেতৃত্বে জেলা আনসারের একাধিক কর্মকর্তাসহ ১২-১৫ জন আনসার ভিডিপির সদস্যদের নিয়ে স্থানীয় কৃষদের ধান কেটে দেয়। তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, উপজেলাতে কোন শ্রমিক সংকট নেই।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে। এ ঘটনায় আনসার-ভিডিপির কর্মকর্তারা প্রশংসায় ভাসছেন। এসময় আরো উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব শুভাশিষ চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা আনসার প্রশিক্ষক আবদুল ওয়াহাবসহ আনসার ভিডিপি সদস্যরা।

‎সুবিধাভোগী কৃষক জমির মিয়া জানান, আনসারের কর্মকর্তা স্যাররা আমাদের যে উপকার করেছেন তা ভুলার নয়। আমরা অনেক উপকৃত হলাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়