মাধবপুরে অসহায় কৃষকের ধান কেটে দিয়ে প্রশংসায় ভাসছেন আনসার ও ভিডিপির সদস্যরা


সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ধান কাটার শ্রমিকের মজুরি বেশি অন্য দিকে শ্রমিক সংকট। পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন কৃষকরা। এসব সমস্যার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাকা ধান কেটে দিয়েছেন স্থানীয় ও হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা।
রোববার (৪ মে) সকালে উপজেলার জগদীশপুর ইউ/পি’র চারাভাঙ্গায় ফসলী মাঠে হবিগঞ্জ জেলা কমান্ডেন্ট হোসনে আরা হাসির নেতৃত্বে জেলা আনসারের একাধিক কর্মকর্তাসহ ১২-১৫ জন আনসার ভিডিপির সদস্যদের নিয়ে স্থানীয় কৃষদের ধান কেটে দেয়। তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, উপজেলাতে কোন শ্রমিক সংকট নেই।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে। এ ঘটনায় আনসার-ভিডিপির কর্মকর্তারা প্রশংসায় ভাসছেন। এসময় আরো উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব শুভাশিষ চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা আনসার প্রশিক্ষক আবদুল ওয়াহাবসহ আনসার ভিডিপি সদস্যরা।
সুবিধাভোগী কৃষক জমির মিয়া জানান, আনসারের কর্মকর্তা স্যাররা আমাদের যে উপকার করেছেন তা ভুলার নয়। আমরা অনেক উপকৃত হলাম।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।