ঈশ্বরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১০


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউপি সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০১ মে ) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মো. গোলাপ খাঁ ও আহমদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে ঘটনাস্থলে পৌঁছান ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম। এ সময় আহমদ আলীর অনুসারীরা সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আহমদ আলীর অনুসারীদের বিরুদ্ধে অবস্থান নেন। আতঙ্কে অভিযুক্তরা নিজেদের ঘরে আশ্রয় নিয়ে দরজা-জানালা বন্ধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জনতার উত্তেজনা নিয়ন্ত্রণে না আসায় গৌরীপুর সেনা ক্যাম্প থেকে সহযোগিতা চাওয়া হয়।
পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃতরা হলেন সোহাগ মিয়া (২৬), লাল মিয়া (৫০), সাব্বির আহমেদ মাসুম (২২), লিমন আহমেদ (১৭), শাজাহান আলী (২৭), মজিবুর রহমান (৪০), মোজাম্মেল হক (২৮), সুমন আহমেদ (২৬), মোরশেদুল আলম (৩৫). আনারুল হক (৪২)।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামো. ওবাইদুর রহমান জানান, আটক ব্যক্তিরা সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল বলে তথ্য পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।