বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাগরপুরে মানববন্ধন

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ দেশের নিরপেক্ষ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভিশনের মালিক মোস্তফা কামালের দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে “আমার দেশ পাঠক মেলা”-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন এক ঘণ্টাব্যাপী চলে। এতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাসিয়র রহমান।

সমাবেশে বক্তৃতা করেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য জুয়েল রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মোস্তফা কামাল ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতে চায়। এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার অপরাধে সাংবাদিকদের ওপর এক ধরনের প্রতিশোধমূলক আঘাত। তাঁরা আরও বলেন, সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, তারা জনতার পক্ষে কথা বলেন। অথচ আজ তাদের সত্য বলার কারণে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে নাগরপুরসহ সারা দেশে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা হবে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকতার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়