কাউন্দিয়ায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


বাহাউদ্দীন তালুকদার: ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার (০৮ মার্চ ২৫) বিকালে কাউন্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। কাউন্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ এর সঞ্চালনায় ইফতার পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন এবং তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম বলেন,
‘বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। পতিত স্বৈরাচার সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছিলো। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দি রেখে এবং সুচিকিৎসার সুযোগ না দিয়ে সরকার প্রমাণ করেছিলো, তারা গণতন্ত্র ও মানবাধিকারের শত্রু। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও দলের কল্যাণে দোয়া করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।