শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইবিতে ভ্যান চালক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে রোটার‍্যাক্ট ক্লাবের ইফতার মাহফিল

ইবি প্রতিনিধি: স্বেচ্ছাসেবা মূলক সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে সদস্য ও ভ্যান চালকদেের নিয়ে ইফতার মাহফিল  ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ অনুষ্ঠানের  আয়োজন করে সংগঠনটি। সংগঠনটির সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন CYB ইবি শাখার সভাপতি ত্বকী ওয়াসিফ, CRC এর সভাপতি শাহীদ কাউসার, BNCC সেনা শাখায় CUO আহসান যুবায়ের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও লণ্ঠন এর সভাপতি ইয়াশিরুল কবির সৌরভ এবং পনেরো জনের অধিক ভ্যান চালক।এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা ক্লাবের ইতিহাস, ঐতিহ্য, কর্মকাণ্ড, প্রয়োজনীয়তা এবং রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। শেষে সকলের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়ে রোটার্যাক্ট ক্লাব। বর্তমানে বিশ্বের ১৯০টিরও অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনালের এ যুব সংগঠনটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৯৯২ সালে যাত্রা শুরু  করে সংগঠনটি। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এই সংগঠনটি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়