অবশেষে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সবুর গ্রেপ্তার


আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি:অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলোচিত ইউপি চেয়ারম্যান (বাঘবেড় ইউনিয়ন পরিষদ) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সবুর। আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে বিষ্ফোরক আইনের মামলায় ময়মনসিংহ শহরের জিলা স্কুল এলাকাস্থ নিজ বাসা থেকে কেতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান আব্দুস সবুরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানবন্ধন করেছেন নিজ পরিষদের সদস্যরা। চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপিও দিয়েছেন ওই ইউনিয়নের মেম্বার ও সাধারণ জনগণ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালায়। এসময় ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছাড়াও তিনবারের বাঘবেড় ইউপি চেয়ারম্যান।
এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি আরও একবার বাঘবেড় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি ছাড়াও নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।