ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্য’র ইফতার মাহফিল


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘তারুণ্য’র উদ্যোগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে সংগঠনটির সভপতি মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা ও অন্যান্য সদস্যদের উপস্থিততে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানে কাজ করে যাওয়া এই সংগঠন তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো, রক্তদান সহ বিভিন্ন সেবা মূলক কাজ করে যাচ্ছে।
জনকল্যাণমূলক কাজের পাশাপাশি নেতৃত্বের গুনাবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে তারুণ্য।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।