শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো.আইয়ুব আলীর দাফন সম্পন্ন

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন
মো.আইয়ুব আলী (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামের নিজ বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারী) মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় রাত ৩ টার দিকে অসুস্থ জনিত কারণে মৃত্যুবরন করেন। সেখানে তিনি ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। আজ শুক্রবার দুপুরে তার মরদেহ বাংলাদেশের নিজ গ্রামের বাড়িতে আনা হয়। পরে বিকেলে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন, বাংলাদেশ সেনাবাহিনী সামরিক অভ্যর্থনা প্রদান ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মো.আইয়ুব আলী মৃত্যুকালে স্ত্রী, চার ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিগন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়