শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় বাউয়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন

মো: ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে বাউয়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান। প্রধান অতিথি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের প্রধান কাজ পড়ালেখা করা, পড়ালেখার বাইরে স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।’ খেলার শুরুতে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলা ইইই বিভাগ এবং ইংরেজি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কেএফএ সোহেল (অবঃ), সাইন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ও গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভ‚্ঞাঁ, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোঃ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ। ইইই বিভাগ ৪-০ পয়েন্টের ব্যবধানে ইংরেজি বিভাগকে পরাজিত করে জয়ী হয়। উক্ত খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে ইইই বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদ হোসেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়