বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিজয় দিবসে ডিএনসিসির আওতাধীন শিশুপার্কগুলোতে বিনা টিকিটে প্রবেশ

সংবাদের আলো ডেস্ক:মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার শিশুপার্কগুলো বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ডিএনসিসির আওতাধীন ছয়টি শিশুপার্কে ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দেয়া হয়েছে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ছয়টি শিশুপার্ক কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন।চিঠিতে উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। ওই কর্মসূচির আলোকে সব শিশুপার্কে মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে শিশুদের জন্য ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক। এরই মধ্যে এ ব্যাপারে বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস (শ্যামলীর ওন্ডারল্যান্ড পরিচালনার দায়িত্বে), যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখান মৈয়নারটেকের দি হোমস গার্ডেন, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড এবং মিরপুরের তামান্না শিশুপার্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়