সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিজয় দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর ৭ জাহাজ

সংবাদের আলো ডেস্ক:মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) সারাদেশের ৭টি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হচ্ছে। রবিবার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার ঢাকা সদরঘাটে বানৌজা কুশিয়ারা, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা সুমরা ও চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান সকলের জন্য উন্মুক্ত রাখা হবে। এ ছাড়া খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল ঘাটে বানৌজা পদ্মা, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মহিবুল্লাহ ও পটুয়াখালীর পায়রা বন্দরে (সার্ভিস জেটি) বানৌজা অপরাজেয় সকলের জন্য উন্মুক্ত রাখা হবে। নৌ বাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের জন্য ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়