‘ট্যাগের রাজনীতি থেকে বেরোতে না পারলে গণঅভ্যুত্থান বৃথা হয়ে যাবে’


সংবাদের আলো ডেস্ক“ট্যাগের রাজনীতি থেকে বের হতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান বৃথা হয়ে যাবে,” বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। শনিবার সন্ধ্যায় রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে প্রভাবশালী ব্যক্তিদের হয়রানি করার জন্য পরিকল্পিতভাবে “ট্যাগ” দেওয়ার রাজনীতি চালু ছিল। “সেই ট্যাগের রাজনীতি থেকে আমরা এখনো বের হতে পারিনি,” উল্লেখ করে তিনি সতর্ক করেন, এই প্রবণতা অব্যাহত থাকলে গণঅভ্যুত্থানের লক্ষ্য ব্যর্থ হবে।তিনি আরও বলেন, “ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করত, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি তা না পারি, তাহলে জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের ত্যাগ বৃথা হয়ে যাবে।” জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করার সুযোগ তৈরি হয়েছে। এখন যদি সেই বৈষম্য দূর করা না যায়, তাহলে এটি তাদের রক্তের সঙ্গে বেইমানি হবে।” অনুষ্ঠানে আসিফ নজরুল সাহিত্য, গল্প এবং উপন্যাসের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।