মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফুটবল ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সংঘর্ষ, শতাধিক নিহত

সংবাদের আলো ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরেকোতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) এ সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘হাসপাতালে যতদূর চোখ যায় শুধু লাশের সারি। মর্গও ভরে গেছে।’ সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ফুটবল ম্যাচ। মামাদি ২০২১ সালের একটি অভ্যুত্থানে গিনির ক্ষমতা দখল করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়