সংবাদের আলো ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন'জেরেকোতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) এ সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘হাসপাতালে যতদূর চোখ যায় শুধু লাশের সারি। মর্গও ভরে গেছে।’ সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ফুটবল ম্যাচ। মামাদি ২০২১ সালের একটি অভ্যুত্থানে গিনির ক্ষমতা দখল করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.