সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ইডিজিই প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত ডিজিটাল সরকার এবং অর্থনীতির উন্নতি (ইডিজিই) প্রকল্পের প্রশিক্ষণ প্রোগ্রামের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসবে ওই সনদপত্র বিতরণ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া ফুড জোন রেস্টুরেণ্টে অনুষ্ঠিত ওই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেহদী হাসান তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. ইকবাল মাহমুদ, প্রক্টর অধ্যাপক ডক্টর মো. ইমাম হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডক্টর মো. মতিউর রহমান, অধ্যাপক ডক্টর মো. মোস্তফা কামাল নাসির প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাগ্রাম কা-অর্ডিনেটর অধ্যাপক ডক্টর মো. সাজ্জাদ হোসেন।

বক্তারা বলেন, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করেই সবকিছু শেখা ও জানা যায় না। কার্যকর কিছু করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে প্রাপ্ত এই সনদ ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।

উল্লেখ্য, দেশের আইটি ও কম্পিউটার প্রোগ্রামিং সেক্টরে দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রকল্পের আওতায় ওই বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়। ইতোমধ্যে ২৪টি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় ৫৭৭ জনকে সনদ প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি কলজের অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়