শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রথম আলোর সামনে কী হচ্ছে?

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আবারও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে প্রথম আলোর কার্যালয়ের জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান সংবাদমাধ্যমকে বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে।এর আগে গতকাল রোববার দিনভর প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন একদল ব্যক্তি। তারা প্রথম আলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আশপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়