সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ঈদের মাঠ থেকে লাশ হয়ে ফিরলো শিশু নাজিয়া

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদের মাঠে গিয়ে অটোভ্যানের ধাক্কায় নাজিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নাজিয়া কল্যাণপুর গ্রামের নূর হোসেনের মেয়ে। বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন বলেন, ঈদের মাঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নাজিয়া। এসময় আঞ্চলিক সড়ক পাড়ি দিতে গেলে একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, অটোভ্যান দূর্ঘটনার শিশু মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এই ঘটনায় যে শিশু মারা গিয়েছি তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ