রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: “রুখবো দুনীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম,এ বাকী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা: আহমদ আলী সরকার, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য বৈদ্য নাথ রায় প্রমূখ।

ফাইনাল রাউন্ডে সোহাগপুর সরকারী এস কে পাইলট উচ্চ বিদ্যালয়, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শেরনগর এ,এস ফাজিল মাদ্রাসা ও বেলকুচি শিশু একাডেমী চারটি স্কুল অংশ গ্রহন করে। এতে শেরনগর এ,এস ফাজিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে বেলকুচি শিশু একাডেমী। বিচারকের দ্বায়িত্বে ছিলেন বেলকুচি সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল, সাবেক সহকারী অধ্যাপক সুব্রত কুমার পাল, (এস পাল), বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: হামিদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইসার মো: নাজির উদ্দিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়