শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাজিপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে নানাক্ষেত্রে অবদান রাখায় পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার ( ৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ী জয়িতাগণ নিজনিজ ক্ষেত্রে সাফল্যের গল্প শোনান। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রূপালী খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শিক্ষিকা সোহাগী খাতুন, সফল জননী নারী হিসেবে শামছুন নাহার রহমান , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী হিসেবে নারগীস খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী হিসেবে রেজওয়ানা শারমীনকে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর রেজাউল করিম, সহকারি কমিশনার ভূমি শানজিদা মুস্তারী , শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়