বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের স্মরণসভা

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি উপজেলার বামনহাটা গ্রামে অনুষ্ঠিত হয়।
খন্দকার শাহাবউদ্দিনের সভাপতিত্বে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আমিনুল ইসলাম, আব্দুল মমিন খান, আব্দুল খালেক, খন্দকার জামাল উদ্দিন, প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, খন্দকার মাহবুবুর রহমান মাণিক, খন্দকার রাসেল, মমিন সরকার, ইকবাল হোসেন, লিটন তালুকদার, নূর জাহান বেগম, হাসমত সরকার প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়