অসাধু উদ্যোক্তা আর অভ্যন্তরীণ সমস্যাতেই পিছিয়ে স্টিল শিল্প: বাণিজ্য উপদেষ্টা
সংবাদের আলো ডেস্ক: অসাধু উদ্যোক্তা আর অভ্যন্তরীণ সমস্যার কারণেই পিছিয়ে পড়ছে দেশের স্টিল শিল্প। এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। স্টিলশিল্পের সংকট নিরসনে তিনি অসাধু উদ্যোক্তাদের রুখে দিতে সৎ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে তিন দিনব্যাপি মেটাল এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি জানান, ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা সক্ষমতার স্টিল শিল্পের মাত্র ৪ থেকে ৫ হাজার কোটি টাকা ব্যবহার হয়। বাকি সক্ষমতা অব্যহৃত থাকছে। এ সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা।
পরে তিন দিনব্যাপী মেটাল এক্সপো’র উদ্বোধন করেন তিনি। মেলায় ৫ হাজারেরও বেশি ক্রেতা, দর্শনার্থী এবং শিল্প পেশাজীবী অংশগ্রহণ করার কথা হয়েছে। যৌথভাবে এই প্রর্শনীর আয়োজন করেছে এই খাতের চারটি সংগঠন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।