দুর্গাপুরে চিকিৎসাপত্রে ডাক্তার লিখে প্রতারণা, ভুয়া চিকিৎসকের জেল ও জরিমানা
রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে প্রকবিন সাংমা নামে এক ভুয়া চিকিৎসককে ১৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর নেতৃত্বে উপজেলার ফান্দা বাজারে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা ও জেল দেয়া হয়।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, দুর্গাপুর সদর ইউনিয়নে ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন প্রকবিন সাংমা নামে এক যুবক। শুধু তাই নয়, ওনার চেম্বারে হার্বাল এবং হোমিও চিকিৎসাও দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের এন্টিবাইওটিক ঔষধ লিখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,প্রকবিন সাংমা নামে এই ব্যক্তি ডাক্তার পদবি ব্যবহার রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করি। তার সকাল সার্টিফিকেট ভুয়া এবং এমবিবিএস মিনিং কি তিনি এটাই জানে না। এ সময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৭ দিনের জেল ও ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।