বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ ৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন এস এম সাইফ মোস্তাফিজ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে সিরাজগঞ্জ -৬  শাহজাদপুর আসনের জন্য এমপি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এস এম সাইফ মোস্তাফিজ যুগ্ম সদস্য সচিব (কোষাধক্ষ্য) জাতীয় নাগরিক পার্টি। বুধবার (১৯ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহের ছবি এস এম সাইফ মোস্তাফিজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

গত ১৯ নভেম্বর বিকেলে তিনি ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। ফরম সংগ্রহের সময় জুলাই গণঅভ্যুত্থান এর শহীদ পরিবার আহতদের নিয়ে সিরাজগঞ্জ-৬ আসনের পক্ষে মনোনয়ন তুলেন। যেই মানুষগুলার ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদের দাওয়াত করেছিলাম যেন উপস্থিত থেকে দোয়া করেন এবং তারা উপস্থিত থেকে সকলেই আমার জন্য দোয়া করেন।

শুধু তাই নয় জনতার আকাঙ্ক্ষা বাস্তাবায়ন করার জন্য যেন আমি রাজনীতি করে যেতে পারি। সেখানে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর এস এম সাইফ মোস্তাফিজ জানান, শাহজাদপুর উপজেলার মানুষের উন্নয়ন এবং দীর্ঘদিনের চলে আসা নানান সমস্যার সমাধানে কাজ করার লক্ষ্য নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। শাহজাদপুর  এনসিপির রাজনীতির পাশাপাশি এস এম সাইফ মোস্তাফিজ দীর্ঘদিন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

স্থানীয়ভাবে বিশেষ করে তরুণ ও মধ্যবয়সি ভোটারদের কাছে তাঁর একটি পরিচিতি রয়েছে বলে জানা গেছে। এনসিপির শাহজাদপুর  উপজেলা কমিটির সমন্বয় কমিটির সদস্য নিবিড় সরকার বলেন, শাহজাদপুর উপজেলা থেকে এস এম সাইফ মোস্তাফিজ এমপি নির্বাচিত হলে। এটি শাহজাদপুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, এলাকার বিভিন্ন সমস্যা ও অবহেলার বিষয়গুলো সমাধানে কার্যকর নেতৃত্বের প্রয়োজন আছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়