তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে নওগাঁ জেলা ছাত্রদলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মাঃ মামুন বিন ইসলাম দোহা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ, আজিজুল, সহ-সাধারণ সম্পাদক লুৎফর, তাজ, সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান বাদশা, সুমন, সম্পাদক শাকিল, সাইফুদ্দীন।
এ ছাড়া জেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল এবং পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।