বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তাল বিএনপি, মশাল মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মাঠে নেমেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মনোনয়ন পরিবর্তন করে আজাদ হোসেন আজাদকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবিতে তারা টানা কর্মসূচি পালন করছেন।

গত কয়েকদিন ধরে উল্লাপাড়া শহীদ মিনার এলাকা ও বিভিন্ন সড়ক ও ইউনিয়নে আজাদ সমর্থকরা মশাল মিছিল, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এসব মিছিল এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উত্তেজনা ছড়িয়ে দেয়। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া নেতাকর্মীরা হাতে মশাল জ্বালিয়ে আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবি জানান। সমর্থকরা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে আকবর আলীকে মনোনয়ন দেয়া হয়েছে। উল্লাপাড়ার বিএনপির প্রকৃত নেতৃত্ব আজাদ ভাই।

তাকে বাদ দিলে এই এলাকায় বিএনপি আরও দুর্বল হয়ে পড়বে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আজাদ হোসেন দীর্ঘদিন ধরে দলে সক্রিয় ভূমিকা পালন করছেন, দুঃসময়ে দলের পাশে থেকেছেন। তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা উপেক্ষা করে আকবর আলীকে মনোনয়ন দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা। এদিকে মশাল মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বিএনপির স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক কর্মসূচিগুলো কেন্দ্রীয় পর্যায়েও নজর কাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন তা দেখার অপেক্ষা। উল্লাপাড়া-সলঙ্গায় বিএনপির রাজনীতি এখন মনোনয়ন ইস্যুতে সবচেয়ে উত্তপ্ত অবস্থায় এমনটাই বলছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়