এনায়েতপুরে সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ শে নভেম্বর ) বেতিল বাজার সংলগ্ন লাকি মল্লিকের বাড়ীর আঙ্গিনায় এ উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম লেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -০৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করতে হবে,ধানের শীষ আমাদের আশা ও উন্নয়নের প্রতীক।তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছেন। তবু আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে তাদের লড়াই থেমে যায়নি।
তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এসময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জ শিকদার, যুগ্নআহ্বায়ক আঃ খালেক,পল্লিচিকিৎসক সাইদুল ইসলাম,থানা যুবদলে আহ্বায়ক জাহিদ হোসেন জহুররুল, এনায়েতপুর থানা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হাসান,থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম,আলহাজ্ব লাকি মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।