মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রংপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ দুই এনসিপি নেতা আটক

সংবাদের আলো ডেস্ক: রংপুরের পার্কের মোড়ে আগ্নেয়াস্ত্রসহ দুই এনসিপি নেতাকে আটক করেছে সাধারণ ছাত্র-জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রাগিব ও তুষার। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাতে পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন তুষার ও রাগিব।

একপর্যায়ে তারা নিজেরাই উত্তেজিত হয়ে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত ছাত্র-জনতা তাদের ধাওয়া করে আটক করে গণধোলাই দেয় এবং কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম জানান, “পূর্বের একটি মারামারিকে কেন্দ্র করে আজ অর্ত নামের এক ছেলেকে বাইক নিয়ে এসে একদল হামলা চালায় এবং তাকে মারতে মারতে কাওছার একাডেমির সামনে আনে।

তখন স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল। ঠিক তখনই ভুক্তভোগীর মামা পরিচয়ে এনসিপির দুই নেতা এসে পিস্তল বের করে গুলি করতে চান। পরে সবাই মিলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে তাজহাট থানার এসআই মো. মোসাদ্দেক বলেন, “আটককৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়