একটি দলের সঙ্গে আ. লীগের গভীর যোগাযোগ রয়েছে: রিজভী
সংবাদের আলো ডেস্ক: একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেয়ার কথা বলেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বুধবার (১২ নভেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, স্বৈরাচারের টাকার অভাব নেই। সব টাকা তো পাচার হয়নি। সেই টাকা দিয়ে বোমা বানানো তাদের কাছে কঠিন বিষয় নয়। দুই-একটি মিডিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খবর ফলাও করে প্রচার করছে। সেসব মিডিয়াকে আইনের আওতায় আনা নিয়েও প্রশ্ন রাখেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে। এখনও বাজারে সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পণ্যের দামও খুব একটা কমেনি। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রাজত্ব চালু থাকলে গণতন্ত্র কায়েম করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।