তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫ ইং) তাড়াশ পৌর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— আহ্বায়ক: খালিদ হাসান যুগ্ম আহ্বায়ক: শেখ করিম বকসো সদস্য সচিব: সিরাজুল ইসলাম সদস্য: জহুরুল ইসলাম সদস্য: আলামিন মীর সভায় উপস্থিত সদস্যরা বলেন, তাড়াশ পৌর প্রেসক্লাবকে আরও সক্রিয় ও সংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, তাড়াশ পৌর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ২০২২ সালে। প্রতিষ্ঠার পর থেকে এটি স্থানীয় সংবাদকর্মীদের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।