গাজী মোবারকের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে থানায় জিডি


নারায়ণগঞ্জ প্রতিনিধি: দৈনিক কালের কণ্ঠ–এর সোনারগাঁয়ের সাবেক প্রতিনিধি গাজী মোবারকের বিরুদ্ধে প্রতারণা, অনিয়ম ও জালিয়াতির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পত্রিকাটির কর্তৃপক্ষ। শনিবার (১৯ অক্টোবর) রাতে ভাটারা থানায় এ জিডি দায়ের করা হয়।
জিডিতে কালের কণ্ঠের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী মো. আব্দুর রহিম উল্লেখ করেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বাড়ী শ্যামকুমার (গোবিন্দপুর) গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে গাজী মোবারক একসময় কালের কণ্ঠের সোনারগাঁ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ২৫ আগস্ট তৎকালীন সম্পাদক ইমদাদুল হক মিলন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়ার পরও গাজী মোবারক নিজেকে কালের কণ্ঠের সোনারগাঁ প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। সর্বশেষ তিনি কালের কণ্ঠের নাম ও লোগো ব্যবহার করে একটি ভুয়া পেজ খুলে প্রতিদিন স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়ে ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছেন।
এতে পত্রিকাটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। ভাটারা থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে থানায় জিডি নথিভুক্ত করা হয়েছে। (জিডি নম্বর: ২০৫৩)। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক শাখা কাজ শুরু করেছে।
প্রাথমিকভাবে তথ্য-প্রমাণও পাওয়া গেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” জিডির বাদী আব্দুর রহিম জানান, “কালের কণ্ঠের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরকে বিষয়টি অবহিত করেছি। থানায় জিডির পাশাপাশি লিখিত চিঠিও দেওয়া হয়েছে।
” এদিকে গাজী মোবারক বসুন্ধরা শুভ সংঘ–এর নাম ব্যবহার করে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে নানা কর্মসূচি পরিচালনার অভিযোগে রোববার সোনারগাঁও উপজেলা শাখার সব কার্যক্রম স্থগিত করে নোটিশ জারি করেছেন সংগঠনটির পরিচালক ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহসম্পাদক জাকারিয়া জামান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।