মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে হাসিব-সেতু

মো: শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী এক বছরের জন্য ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৪র্থ তলায় এই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে আইন ও বিচার বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে ফোকলোর বিভাগের (২০২০-২০২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান সেতু নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে নবনির্বাচিত ভিপি মোঃ হাসিবুর রহমান বলেন, `সত্যি বলতে, এই দায়িত্বটা আমার জন্য শুধুমাত্র একটা পজিশন না, এটা একটা কমিটমেন্ট। কমিটমেন্ট টু ডিবেট, টু দ্যা পিপল হু লাভস ডিবেট। একইভাবে, ডিবেটিং সোসাইটিটাও আমার কাছে শুধু একটা সংগঠন না, এটা আমার জন্য কাজ, ভালোবাসা আর অনুভূতির জায়গা।
আমি সবসময় বিশ্বাস করি, নিজের সামর্থ্যের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার নামই নেতৃত্ব। যে মানুষগুলো আমাকে এখানে যোগ্য বলে মনে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ থেকে বলছি, আমি চেষ্টা করবো যেন ডিবেটিং সোসাইটির ভবিষ্যৎ প্রত্যেকটি পদক্ষেপে সর্বোচ্চ কার্যকরী সিদ্ধান্ত নিয়ে সেটা সফলভাবে বাস্তবায়ন পর্যন্ত যেতে পারি এবং দিনশেষে একটা সফল প্ল্যাটফর্ম হিসাবে এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি। সকলের দোয়া সাথে নিয়ে খুব শীঘ্রই দৃশ্যমান এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার প্রত্যাশা রয়েছে।’

নবনির্বাচিত জিএস মোঃ আতিকুর রহমান সেতু বলেন, “পুরোনো সফলতা ধরে রেখে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, নতুন যাত্রায় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির লক্ষ্য পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা আমাকে এই পথে দীর্ঘ সময় ধরে সাহায্য করেছেন, সেই সহপাঠী, অগ্রজ ও অনুজদের ধন্যবাদ।”

উক্ত কমিটিতে যুগ্ম সম্পাদক হিসাবে আবদুল্লাহ ইসরাক লাবিব, দপ্তর সম্পাদক হরি প্রিয়া সেন, প্রচার সম্পাদক ঐশী করিম, অর্থ সম্পাদক আলী আহসান তূর্য, বিতর্ক আয়োজন সম্পাদক মো. আল শাহরিয়ার রিদন ও ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট সেক্রেটারি আফরাজুর রহমান রাহাত দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৩৫ সদস্য বিশিষ্ট ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়