কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানের ১২৮ বোতল ইস্কাপ জব্দ


লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলায় চন্দ্রপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানের সময় ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ কাশির সিরাপ জব্দ করে পুলিশ। এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও একজন সন্দেহভাজন এখনও পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে চন্দ্রপুরের মৃত আজিজুর রহমানের ছেলে খবির হোসেন (৩৪) এর বাড়িতে অভিযান চালিয়ে ইস্কাপ বোতল উদ্ধার করে পুলিশ।
খবির হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সহ-অভিযুক্ত হিসেবে আরও দুইজনকে নাম দেওয়া হয়েছে, খবিরের স্ত্রী সুমাইয়া আক্তার সুমি (৩০) এবং মজু মিয়ার ছেলে পলাশ মিয়া (২৭) কে। পলাশ বর্তমানে পলাতক।
পুলিশ জানিয়েছে, আসামিরা অবৈধভাবে ভারতীয় তৈরি মাদক সিরাপ বিক্রির জন্য মজুদ করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর খবির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, এলাকা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।