গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন স্বপদে ফিরলেন আদালতের রায়ে


স্টাফ রিপোর্টার: দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায়ে স্বপদে ফিরে এলেন বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন।
রবিবার (১৯ অক্টোবর) সকালে সাভারের মির্জানগরে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে নিজের আইনজীবীসহ উপস্থিত হন দেলোয়ার হোসেন। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেনের কাছে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন তিনি।
আবেগাপ্লুত দেলোয়ার হোসেন জানান, আদালতের রায়ে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে তিনি স্বপদে বহাল রয়েছেন। একই সঙ্গে আদালত তার অব্যাহতিকে অবৈধ ঘোষণা করে বিগত সময়ের সকল বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন। চাকরিতে যোগ দিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এদিকে দেলোয়ার হোসেনের পুনর্বহালের সংবাদে প্রতিবাদে নামে শিক্ষার্থীদের অপর একটি অংশ। তাদের দাবি, আদালতে মিথ্যা সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করে এ রায় আদায় করেছেন দেলোয়ার হোসেন। শিক্ষার্থীরা এ সময় তাকে ‘দুর্নীতিগ্রস্ত ও লম্পট’ আখ্যা দিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে নানা স্লোগান দিয়ে অবস্থান নেন। এক পর্যায়ে ক্যাম্পাস ত্যাগ করেন দেলোয়ার হোসেন।
এ বিষয়ে দেলোয়ার হোসেনের আইনজীবী বলেন, আদালতের রায়ের ভিত্তিতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পুনর্বহালের আবেদন দিতে আসেন তারা। তবে কিছু শিক্ষার্থী এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। পরে উপাচার্য মহোদয় চাকরিতে বহালের আবেদন গ্রহণে অপারগতা প্রকাশ করেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই আইনজীবী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেন জানান, আদালতের রায়ে দেলোয়ার হোসেনের চাকরি পুনর্বহালে কোনো আইনি বাধা নেই। তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের কারণে আপাতত তার আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।