শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনার কেন্দুয়ায় দুই কলেজে শতভাগ অকৃতকার্য

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা কেন্দুয়ায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় দুই কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো উপজেলার গোপালপুর মডেল কলেজ ও জনতা আদর্শ কলেজ।

ফলাফলের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালপুর মডেল কলেজে ১২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। জনতা আদর্শ কলেজে ৯ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।

এছাড়া উপজেলায়, কেন্দুয়া সরকারি কলেজে ৯৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৩২ জন, জিপিএ–৫ পেয়েছেন ৬ জন, পাসের হার ৫৩.৫০%। সান্দিকোণা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন পাস করেছেন, পাসের হার ৫০.৫০%। পারভীন সিরাজ মহিলা কলেজে ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৯ জন পাস করেছেন, পাসের হার ১৬.২৪%।  মৌলানা মোহাম্মদ আলী সিদ্দিকী কলেজে ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন পাস করেছেন, পাসের হার ২০.৭২%। গন্ডা ডিগ্রি কলেজে ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন পাস করেছেন, পাসের হার ৪৫.১০%।

স্থানীয়রা এই ফলাফল নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করছে, পাশাপাশি যে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সরকার নতুন করে ভাবনার বিষয়টি তুলে ধরেছে অনেকেই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়