নকল স্পিডের আদলে ক্ষতিকর ‘স্পাইডার’ পানীয় উৎপাদন, কারখানায় অভিযান জরিমানা ও পণ্য ধ্বংস


সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: দেশের জনপ্রিয় পানীয় ‘স্পিড’ এর আদলে পাবনায় গোপনে নকল ও ক্ষতিকর পানীয় ‘স্পাইডার’ তৈরি করছিল একটি কারখানা; জনস্বার্থে অভিযান চালিয়ে জরিমানা আর পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরে অবস্থিত লাভলী ফুড ইন্ড্রাসটিজ নামের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানাটি লক্ষ্য করা হয়। তদন্তে পাওয়া যায়—কারখানায় ‘স্পিড’ নামে পরিচিত ব্র্যান্ডের চেহারা ও প্যাকেজিং অনুকরণ করে ‘স্পাইডার’ নামের একটি নকল পানীয় উৎপাদন করা হচ্ছিল, যা স্বাস্থ্যবিধি ও মান সংক্রান্ত নিয়মাবলি উপেক্ষা করে তৈরী করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ উদ্ধারকৃত নকল ও সন্দেহভাজন পানীয় জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযানের সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মুচলেকা দিয়েছে তারা ভবিষ্যতে এই ধরনের অবৈধ ও ক্ষতিকর পণ্য উৎপাদন বন্ধ রাখবে; না হলে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাবনা জেলা ব্যাটালিয়ন, ক্যাব, নিরাপদ ফুড কর্মী ও এনএসআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও বিভাগের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। মাহমুদ হাসান রনি বলেন, “জনস্বার্থ রক্ষায় ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অনুমোদনবিহীন ও নকল পণ্যের উৎপাদন-বিতরণ কোনোভাবেই সহ্য করা হবে না।” স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এলাকাবাসীর কাছে অনুরোধ করেছেন—অস্তিত্বহীন বা সন্দেহজনক লেবেল-নামযুক্ত পণ্য ঘরে বা বাজারে দেখতে পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে জানাতে।
অভিযান ও জব্দ-কৃত পণ্যের ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম নেওয়া হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।